
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ডিজে পার্টি ও সোসাইটিতে ভয়ঙ্কর মাদক সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেন- জিএম প্রথিত সামস, মো. জুবায়ের, আসিফ মাহবুব চৌধুরী, অপূর্ব রায় ও সৈয়দ শাইয়ান আহমেদ। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ এমডিএমএ (হ্যাপি ড্রাগ), কুশ, গাঁজা, কেটামিন, নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসি মহাপরিচালক মো. হাসান মারুফ।
ডিএনসি মহাপরিচালক আরও জানান, তাঁরা ডাক ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিদেশ থেকে এসব মাদক আনতেন। গত ১৪ সেপ্টেম্বর জুবায়ের ডাকযোগে যুক্তরাজ্য থেকে আনা এমডিএমএ ট্যাবলেটের একটি চালান গ্রহণের সময় ধরা পড়েন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের হোতা জিএম প্রথিত সামস ও অন্যদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে মাদক কারবারের প্রমাণ মিলেছে। এমডিএমএ সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও লিভারের মারাত্মক ক্ষতি করে। আন্তর্জাতিক চক্রের এ ধরনের কার্যক্রম ঠেকাতে নজরদারি বাড়ানো হবে।
পাসপোর্ট অফিস থেকে গ্রেপ্তার ৪ দালালকে দ- : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে চার দালালকে গ্রেপ্তার করেছে র্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেন। গতকাল সোমবার তাদের গ্রেপ্তারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। র্যাব-২ এসপি আছাদুজ্জামান জানান, চক্রটি পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, কাগজপত্র যাচাই এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতাত। তারা ব্যাংক ও অফিসের সামনে দাঁড়িয়ে আবেদনকারীদের হয়রানি করত। দোষ স্বীকারের ভিত্তিতে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন।