
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন আলোকিত দেশ গড়তে আলোকিত মানুষ চাই । শুধুমাত্র বড় বড় ডিগ্রী বা ভালো রেজাল্ট নয় , শিক্ষার পাশপাশি মানবিকতা , ধর্ম ও সংস্কৃতির আলোয় আলোকিত হলেই আলোকিত মানুষ ও আলোকিত দেশ গড়া সম্ভব হবে ।
তিনি রবিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ সালে এসসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।” মাজেদ বাবু ফাউন্ডেশন” এর উদ্যোগে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফাউন্ডেডশনের পক্ষ থেকে ক্রেস্ট , বই ও বৃত্তি প্রদান করা হয় ।
মাজেদ বাবু ফাউন্ডেডশনের প্রতিষ্ঠাতা , ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী । অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ ঈশ্বরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ , প্রধান শিক্ষক , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন , কৃতি শিক্ষার্থীদের এই মিলন মেলায় মনে হচ্ছে আলোর ভুবনে অনেক তারার মাঝে বসে আছি । এই তারাদেরকে দেশের সেরা তারায় পরিনত করতে হবে । তিনি সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন তারা শুধু ঈশ্বরগঞ্জের নয় সমগ্র দেশের মুখ উজ্জল করবে ।
তিনি শিক্ষার্থীদের রাজনীতি সচেতন থেকে দেশপ্রেম ও জাতীতবোধে জাগ্রত থাকার ও একাত্তর ও চব্বিশের চেতনায় সাম্য, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্ববান জানান । তিনি বলেন রাজনীতিই সব কিছুর মুলে আছে । “জেন জি”দের রাজনীতি বিমুখ নয় , রাজনীতি সচেতন হতে হবে । তিনি বলেন , বিগত দিনে রাজনীতির নামে দুর্নীতি , লুটপাট , দমন , নিপিড়নের কারণে অনেকে মনে করছেন , এসব বুঝি রাজনীতির অনুসঙ্গ । কিন্তু তা নয় , এসব রাজনীতি ধ্বংসের অনুসঙ্গ , রাজনীতি সমাজ কল্যাণ ও দেশপ্রেমের সর্বোচ্চ প্লাটফর্ম । এই প্লাটফরমকে অপব্যবহার করে অনেকে অঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে , রাজনৈতিক অঙ্গনকে বিতর্কিত ও নস্ট করে গেছে । যে কারণে তাদের শুধু পতনই হয় নাই , তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে । তিনি বলেন , এখন রাজনীতিকে গণমুখী ও ইতিবাচক ধারায় এগিয়ে নেয়ার সময় ।