
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোববার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস যথারীতি চালু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনাসহ চার দিনব্যাপী কার্যক্রমের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।