
ছবি: সংগৃহীত
খুলনা নগরীর খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল আহ্বায়ক মাসুদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের মার্কেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকজন সন্ত্রাসী হঠাৎ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।ঘটনার পর আহত নেতাকে হাসপাতালে দেখতে যান মহানগর যুবদলের নেতাকর্মীরা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’’