Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা হয়।

জাবি উপাচর্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জানাজায় উপস্থিত ছিলেন।
 
এর আগে বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য।কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables