Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১০ ১৪৩২, বুধবার ২৭ আগস্ট ২০২৫

ঢাকায় চালু হলো ভারতের অ্যাপোলো ক্লিনিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ২৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

ঢাকায় চালু হলো ভারতের অ্যাপোলো ক্লিনিক

ছবি: সংগৃহীত

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে রাজধানীর ধানমন্ডিতে অ্যাপোলো ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার রাজধানীর সোনারগাঁওয়ে জমকালে অনুষ্ঠানে মাধ্যমে ক্লিনিকটির উদ্বোধন করা হয়। মূলত অ্যাপোলো ক্লিনিক হলো ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন অ্যাপোলার একটি শাখা। আর এটি পরিচালনায় রয়েছে বাংলাদেশে অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুণ গুলাটি, আমিন মোহাম্মদ গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল। 

অনুষ্ঠানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. তামজীদ আলম পরিচালক ডা. আদনান আহমেদ ও ডা. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান বিলকিস হক, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক নাবিলের সহধর্মিণী জারা হক, গ্রুপের পরিচালক মাহফুজা মাইশা হক নুসরাত ও তার স্বামী জুবায়ের জাকির খান। 

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাকের বলেন, দেশ ও জনগণের জন্য দীর্ঘ যাত্রায় জেএমআই ইতিমধ্যেই একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। এবার দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনা এ হাসপাতালের মূল উদ্দেশ্য। এটি চালু হওয়ার ফলে এখন থেকে বিদেশে না গিয়েও দেশের মানুষ ন্যায্য মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পাবেন। তিনি বলেন, ভারতের অ্যাপোলোর মতো সেবার মান নিশ্চিতে ক্লিনিকটিতে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, দক্ষ নার্স এবং ব্যবস্থাপনা কর্মীসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক নাবিল তার বক্তব্যে বলেন, ‘আজ আমরা খুবই আনন্দিত। অ্যাপোলো ক্লিনিক-এর গ্রেন্ড ওপেনিং উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানীত বোধ করছি। আমি আনন্দের সঙ্গে বলতে চাই, ভারতের স্বাস্থ্য সেবায় ৪২ বছরের সু-পরিচিত বেসরকারি অ্যাপোলো হসপিটালের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে অ্যাপোলো ক্লিনিক।’ তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত জেএমআই গ্রপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেসালইজড হসপিটালের পরিচালনায় ভারতের চিকিৎসা সেবার সুবিধা পাবে বাংলাদেশের মানুষ।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমিন মোহাম্মদ গ্রুপ ও আমিন ট্রেড সেন্টারের ফাউন্ডার আমার বাবা মরহুম এমএম এনামুল হক ২০২০ সালে ভবনটির নির্মাণ শুরু করেন। নির্মাণকাজ চলাকালে তার মৃত্যু হয়। তার সন্তান হিসেবে আমি আমি খুবই খুশি, তার রেখে যাওয়া কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। মানব সেবার এই হসপিটাল দেখে যেতে পারলে তিনি খুবই খুশি হতেন।’

এর আগে সকালে রাজধানী ঢাকার ধানমণ্ডির সাত মসজিদ রোডে ফিতা ও কেক কেটে ক্লিনিকের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উল্লেখ্য,  ২০২৪ সালের জানুয়ারিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জেএমআই গ্রুপের সঙ্গে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের মধ্যে হাসপাতাল চালুর বিষয়ে চুক্তি সই হয়। জেএমআই স্পেশালাইজড হসপিটাল জেএমআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। অন্যদিকে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড হল অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের একটি সাবসিডিয়ারি, যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাসপাতাল চেইন। সারাবিশ্বে তাদের মালিকানাধীন ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables