Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১ ১৪৩২, রোববার ১৭ আগস্ট ২০২৫

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৭ আগস্ট ২০২৫

প্রিন্ট:

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর লালবাগের শহীদ নগর লোহার ব্রিজ এলাকায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ওই যুবকের নাম মো. তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬)।

নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার বলেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহার ব্রিজ এলাকায় তোফিকুল ইসলাম নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables