
ছবি- সংগৃহীত
দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সমারসেট এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী কোচ দুর্ঘটনার শিকার হয়েছে। ওই দুর্ঘটনায় ১জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
স্কুল শেষে কোচে করে ফেরার পথে (১৭ই জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মারসেটের ওয়েডন ক্রসের কাছে কাটকম্ব হিলে কোচটি উল্টে রাস্তা থেকে ২০ ফুট দূরে পড়ে যায়।কোচটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল, যাদের মধ্যে অনেকেই মাইনহেড মিডল স্কুলের শিক্ষার্থী, মোট ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাভন এবং সমারসেট পুলিশ এটিকে বড় ঘটনা বলে ঘোষণা করেছে। দুর্ঘটনার কারণ জানতে আইনি তল্লাশি চালিয়েছে।