
ফাইল ছবি
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না আমেরিকা। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার কথা জানানোর পাশাপাশি যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেওয়ার স্বার্থে রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন।
সম্প্রতি মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট কারও পক্ষে নয় বরং মানবতার পক্ষে বলে জানিয়েছেন ট্রাম্প।
রাশিয়া বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছে দূরপাল্লার অস্ত্র চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
এর আগে গত সোমবার ন্যাটো প্রধান মার্ক রুটোর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠাবেন, একই সঙ্গে ৫০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করার চুক্তিতে পৌঁছানো না হলে রাশিয়ার ওপর আরও শুল্ক আরোপের হুমকিও দেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মার্কিন তৈরি এ অস্ত্রের জন্য অর্থ দেবে ইউরোপ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে মার্কিন প্রেসিডেন্টের ন্যাটোর কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনার সমালোচনা করেছেন নিজ দলের সদস্যরা। এই সমালোচনাকারীরা এক সময় ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের সদস্যও ছিলেন।