
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ, কিন্তু এখনো তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়নি।সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
রুশ প্রেসিডেন্টের ওপর আস্থা রাখেন কিনা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রায় কারও ওপরই আস্থা রাখি না।’ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা, রাশিয়াকে শান্তি চুক্তির জন্য ৫০ দিনের সময় বেধেঁ দেয়া এবং শুল্কারোপের হুমকির কয়েক ঘণ্টা পর ট্রাম্প এসব কথা বলেন।
ওভাল অফিস দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোর প্রতিও সমর্থন জানান। এক সময় ন্যাটেকে অপ্রাসঙ্গিক বললেও এখন তিনি সংস্থাটির প্রতিরক্ষা নীতি সমর্থন করে বলে জানান।
সাক্ষাৎকারে এক বছর আগে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি সমাবেশে তার ওপর হত্যার চেষ্টার সেই ঘটনার কথা স্মরণ করেন। হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়া তার মানসিকতায় কোনো পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এ বিষয়টি নিয়ে কম ভাবতে পছন্দ করি।
তিনি বলেন, ‘এটা আমাকে বদলে দিয়েছে কিনা তা নিয়ে আমি ভাবতে পছন্দ করি না। এটা নিয়ে ভাববে গেলে জীবন আরও বদলে যেতে পারে।’
হোয়াইট হাউসে ন্যাটোপ্রধান মার্ক রুটের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বেশ কয়েকবার পুতিন প্রসঙ্গে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, চারবার তার মনে হয়েছে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হতে চলেছে। বিবিসি জানতে চায়, তাহলে কি তিনি পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলেছেন? জবাবে ট্রাম্প বলেন,আমি তার ওপর হতাশ, তবে সম্পর্ক শেষ করিনি। কিন্তু হ্যাঁ, আমি হতাশ।
পুতিনকে কীভাবে ‘রক্তপাত বন্ধে’ রাজি করাবেন-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। তার সঙ্গে ‘দারুণ একটা কথোপকথন হবে। এরপর আমি বলব, ‘ভালো, মনে হচ্ছে-আমরা কাছাকাছি চলে এসেছি। তারপরই সে গিয়ে কিয়েভে একটা ভবন ধ্বংস করে দেবে।