Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১ ১৪৩২, রোববার ১৭ আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ রোগী শনাক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ জুন ২০২৫

প্রিন্ট:

২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ রোগী শনাক্ত

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। চলতি বছরে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ২১ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables