Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৪ ১৪৩২, সোমবার ২১ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২০ জুলাই ২০২৫

প্রিন্ট:

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

ছবি- সংগৃহীত

বোলাররা অর্ধেক কাজ আগেই করে রেখেছিলেন। মোস্তাফিজ-তাসকিনের তোপের মুখে অল্প রানেই গুটিয়ে যায় পাকিস্তান। রান তাড়ায় শুরুতেই জোড়া উইকেট হারালেও পারভেজ হোসেন ইমন আগলে রাখেন একপ্রান্ত। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয় ও শেষে জাকের আলী। তাতে শেষ পর্যন্ত দাপুটে জয় পায় টাইগাররা। ৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪.৩ ওভার বাকি রেখে জয়ের বন্দরে পৌছে যায় লিটনের দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন। 

রান তাড়ায় শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩ ওভারের মধ্যে ফিরে যান তানজীদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন হৃদয়। দুজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি। ৩৭ বলে ৩৬ রান করা হৃদয় ফিরে গেলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। শেষদিকে ১০ বলে ১৫ রান করেন জাকের।

এর আগে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লেতেই সফরকারীদের ৪ উইকেট তুলে নেন টাইগার বোলাররা। দুই ওভার পর মোহাম্মদ নেওয়াজ রান আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন। শুরুতেই দুইবার জীবন পাওয়া ফখর জামান একাই রানের চাকা সচল রাখছিলেন। রান আউটে কাটা পড়ার আগে ৩৪ বলে ৪৪ রান করেন ফখর। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি মিলে ৩৩ রান যোগ করেন। এই জুটি ভেঙেছেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে ৩ উইকেট হারায় পাকিস্তান, দুই উইকেট নেন তাসকিন আর বাকিটা রান আউট। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আর ২ উইকেট নেন মোস্তাফিজ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables