
ফাইল ছবি
আগামী সোমবার ট্রাম্পের সাথে বৈঠকের জন্য ওয়াশিংটন যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার পর জেলেনস্কি তার আমেরিকান প্রতিপক্ষের সাথে এক ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেন।
শনিবার সকালে জেলেনস্কি জানান, ‘আমি সোমবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যুদ্ধ শেষ করার বিষয়ে সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমাকে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ।’
এর আগে শুক্রবার আলস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি চুক্তি করতে বহুল প্রত্যাশিত বৈঠকে বসেন পুতিন-ট্রাম্প। সেখানে কোনো চুক্তি না হলেও ট্রাম্প জানিয়েছেন আলোচনায় অগ্রগতি হয়েছে। এরপর ট্রাম্প দাবি করেন চুক্তির বিষয়টি নির্ভর করছে জেলেনস্কির ওপর।এদিকে, পুতিনের সাথে বৈঠকের আগে থেকেই ট্রাম্প জানান, চুক্তি করতে জেলেনস্কির সাথেও বৈঠক করতে হবে তাদের।
এই অগ্রগতির অর্থ হবে এখন কোনো পক্ষ থেকে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হবে না।এদিকে, জেলেনস্কি তার, ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্ভাব্য ত্রি-পক্ষীয় বৈঠককে স্বাগত জানিয়েছেন।তিনি বলেন, ‘আমরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করি। এই বৈঠকে সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব। সেজন্য ত্রিপক্ষীয় বৈঠক সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’