Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

আকাশে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন: পাকিস্তানে নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

আকাশে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন: পাকিস্তানে নিহত ৩

ছবি: সংগৃহীত

আকাশে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে মৃত্যু হলো ৩ জনের। গুরুতর জখম ৬০ জন। বুধবার রাতে পাকিস্তানের করাচিতে এই ঘটনা ঘটেছে। জিও নিউজ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করাচি পুলিশ।

বৃহস্পতিবার পাকিস্তানের স্বাধীনতা দিবস। তার আগে বুধবার করাচির বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান চলছিল। সেই সময়ে আনন্দের বশে শূন্যে গুলি চালিয়ে উদযাপন করছিলেন অনেকে। তখনই ঘটে যায় অঘটন। আজিজাবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আট বছরের এক শিশুর। কোরাঙ্গি এলাকাতেও ওই একই কারণে প্রাণ হারিয়েছেন স্টিফেন নামে এক যুবক। এছাড়া গোটা করাচিজুড়ে শূন্যে গুলি চালিয়ে উদযাপনের জেরে আহত হয়েছেন অন্তত ৬৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলগুলিতে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।  নির্বাচিত কলাম

বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের কাছ থেকে প্রচুর পরিমাণে আধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। শহরজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর  তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছে, জনগণকে নিরাপদভাবে দিনটি উদযাপন করার আহ্বান জানিয়েছে। পুলিশ জানিয়েছে আকাশে গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে করাচিতে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, জানুয়ারিতে পাঁচ নারীসহ কমপক্ষে ৪২ জন নিহত এবং আরও ২৩৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables