Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৯ ১৪৩২, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫

মৃত্যুর ৭ দিন পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২০ জুন ২০২৫

প্রিন্ট:

মৃত্যুর ৭ দিন পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করেছে করাচি পুলিশ। করাচির গুলশান-ই-ইকবাল এলাকার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা অভিনেত্রীর গলিত ও দুর্গন্ধময় লাশ শোরগোল ফেলে দিয়েছে পাকিস্তানের শোবিজ অঙ্গনে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিজ ফ্ল্যাটে একাই থাকতেন ৭৭ বছর বয়সী আয়েশা। এক সপ্তাহ আগেই তিনি মারা যান। মৃত্যুর ৭ দিন পেরোলে পুরো ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। আশপাশের মানুষ অভিনেত্রীর ফ্ল্যাটে এসে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেলে শেষে পুলিশকে জানানো হয়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিনেত্রীর ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ পায়। এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় অভিনেত্রীর গলিত মরদেহ। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তাই আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্তের জন্য মরদেহ জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে মরদেহ জেপিএমসি থেকে সোহরাব গোঠে অবস্থিত ইধি ফাউন্ডেশনের মর্গে পাঠানো হয়।

অভিনেত্রী খালিদা রিয়াসাতের বড় বোন আয়েশা খান। পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির একাধিক নাটকে অভিনয় করে তারকা খ্যাতি পান।

নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন বর্ষীয়ান এ অভিনেত্রী। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’, ‘মেহেন্দি’, ‘নাকাব জান’, ‘ভরোসা প্যায়ার তেরা’, ‘বিসাত এ দিল’ ইত্যাদি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables