Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

নিউইয়র্ক ও নিউ জার্সিতে ভয়াবহ আকস্মিক বন্যায় সাবওয়ে, সড়ক প্লাবিত, জরুরি অবস্থা ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৪, ১৫ জুলাই ২০২৫

প্রিন্ট:

নিউইয়র্ক ও নিউ জার্সিতে ভয়াবহ আকস্মিক বন্যায় সাবওয়ে, সড়ক প্লাবিত, জরুরি অবস্থা ঘোষণা

ছবি- সংগৃহীত

সোমবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। এর ফলে সাবওয়ে লাইন বন্ধ হয়ে যায়। প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়। গাড়ি ও বাস আটকে পড়ে। বহু ফ্লাইট বিলম্বিত হয়। পরিস্থিতির ভয়াবহতায় দুই রাজ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

নিউ জার্সি, নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং আশপাশের এলাকায় ধীরে এগিয়ে চলা এক প্রবল ঝড়ের কারণে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়। নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেন, ঝড় এবং হঠাৎ বন্যার কারণে আমরা জরুরি অবস্থা ঘোষণা করছি। সবাইকে অনুরোধ করছি অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউ জার্সির স্কচ প্লেইনস এলাকায় একটি প্রধান সড়ক সম্পূর্ণভাবে পানির নিচে ডুবে গেছে। বহু বাস ও গাড়ি আটকে পড়েছে। নিউ জার্সিতে ট্রেন ও বাস পরিষেবা দেরিতে চলছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়। নিউইয়র্ক শহরের জরুরি ব্যবস্থাপনা দপ্তর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যেসব মানুষ নিচু এলাকায় বা বেইসমেন্টে বসবাস করেন, তারা যেন প্রস্তুত থাকেন উচু স্থানে সরে যাওয়ার জন্য। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, নিউইয়র্ক শহরের কিছু সাবওয়ে লাইন বন্ধ রাখা হয়েছে এবং কিছু লাইনে চলছে বড় ধরণের বিলম্ব। নিউইয়র্ক শহরের ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশন প্লাবিত হওয়ার ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে দেখছেন প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পানি উঠতে শুরু করায় যাত্রীরা ট্রেনের সিটের উপর দাঁড়িয়ে আছেন। নিউইয়র্ক শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক যেমন স মিল রিভার পার্কওয়ে এবং ক্রস ব্রোঙ্কস এক্সপ্রেসওয়ের কিছু অংশ অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে বন্যার কারণে।

ওয়েস্টচেস্টার কাউন্টির এক মুখপাত্র ক্যারোলিন ফরটিনো জানান, সেখানে কিছু গাড়ি পানির নিচে ডুবে যাওয়ায় জরুরি উদ্ধারকাজ চলছে। তিনি বলেন, সবাইকে শক্তভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যেন কেউ ভ্রমণে না বের হন, যদি না তারা বন্যাকবলিত এলাকা থেকে পালাচ্ছেন বা সরাসরি সরিয়ে নেওয়ার নির্দেশ পেয়েছেন।