
ফাইল ছবি
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। ব্যাংকের বিভিন্ন অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক তার অব্যাহতির অনুমোদন দিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরকার পরিবর্তনের পর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও বড় ধরনের রদবদল আনা হয়। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পর্ষদটি ভেঙে নতুন করে গঠন করা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান।
উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক অধিগ্রহণের সময় মান্নানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছিল।
এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। ব্যাংকটির সাম্প্রতিক অনিয়ম ও বিতর্কের পেছনে তার নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে দেশের ব্যাংকিংখাতে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের হস্তক্ষেপ সময়োপযোগী সিদ্ধান্ত।