
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে মরণোত্তর পদোন্নতি দেয়া হয়েছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষে বৃহস্পতিবার তার জানাজার পূর্ব মুহূর্তে ডিডেকটিভ (১ম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়।
দিদারুলের জানাজা বৃহস্পতিবার জোহরের নামাজের পর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয় । এতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. জাকির আহমেদ । জানাজা শেষে নিউ জার্সির লাওরেল গ্রোভ সিমিট্রিতে তাকে দাফন করা হয় ।
জানাজার সময় নিউ ইয়র্ক মেয়র এরিক এডামস, নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল, সিটি মেয়র এরিক অ্যাডামস, পুলিশ কমিশনার জেসিকা টিশ, সাবেক গভর্নর এন্ড্রু কওমু, ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী যোহরান মামদানিসহ সিটি ও ফেডারেল বিভিন্ন অফিসের প্রতিনিধি, পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাজার হাজার পুলিশ সদস্যদের উপস্থিতি দিদারুলকে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার দিয়ে শেষবারের মতো বিদায় জানানো হয়।
এদিকে জানাজা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই পার্ক চেস্টার এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এনওয়াইপিডি।অংশগ্রহণকারীদের সুবিধার্থে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়া হয়। দুপুরে নামাজের আগেই পার্কচেস্টার মসজিদ প্রাঙ্গণে হাজারো মুসল্লির সমাগম ঘটে।
জানাজার পূর্বে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দিদারুলের কর্মজীবনের উপর আলোকপাত করেন এবং তার পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিদারুলের পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সবাই । উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সন্দেহভাজন বন্দুকধারী শেন তামুরার হামলায় নিউ ইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হোন।