Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকায় ১৫৯ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকায় ১৫৯ জন

ফাইল ছবি

মালয়েশিয়ার জোহর বাহরুর জেল থেকে বাংলাদেশিসহ ১৫৯ জনের সাজা শেষ হওয়ার পরে কালো তালিকাভুক্ত করে নিজ নিজ দেশে পাঠিয়েছে দেশটির সরকার।

সোমবার  জোহর রাজ্যে পেকান নেনাস ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুকে এ সব তথ্য জানানো হয়।

কালোতালিকা ভুক্তদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯০ জন, বাংলাদেশের ৪৮ জন, ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন, চীনের ৩ জন, নেপালের ৩ জন এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ঘানার একজন করে। তাদের সবাইকে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ খরচ ও দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠানো হয়।

দণ্ডবিধি (আইন ৫৭৪) বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (আইন ২৩৪) অভিবাস আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এবং অন্যান্য আইনের অধীনে ভিন্ন ভিন্ন অপরাধে তাদের শাস্তি সাজার মেয়াদ শেষ হয়।

এ বিষয়ে পেকান নেনাসের এক কর্মকর্তা জানান, ১৫৯ জন নিদিষ্ট সময় জন্য তাদের সকলের কালো তালিকাভুক্ত করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables