Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৪ ১৪৩২, শনিবার ০৯ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ৯ আগস্ট ২০২৫

প্রিন্ট:

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

ফাইল ছবি

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে দেশটির সরকার। শুক্রবার থেকে এ ভিসা প্রদান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। বৈধ পিএলকেএসধারীরা আগামী বছরের পিএলকেএস নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সুবিধা পাবেন। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ বিষয়টি সমন্বয় করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগে অভিবাসী কর্মীদের দেশে ও বিদেশে যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমবে এবং বিদেশে মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসার আবেদনকারীর চাপ হ্রাস পাবে।

বাংলাদেশি কর্মীদের জন্য এমইভি চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ঢাকা। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। গত ১৫ জুলাই হাইকমিশন ফেসবুকে পোস্ট দিয়ে এ সংক্রান্ত তথ্য জানিয়েছিল।

এ বছরের মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ১০ জুলাই মালয়েশিয়া সরকার এমইভি চালুর পরিপত্র জারি করে।

মালয়েশিয়া বর্তমানে ১৫ দেশ থেকে শ্রমিক নেয়, তবে এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। এতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে প্রবাসীদের। এমইভি চালুর ফলে এখন থেকে তারা সহজে দেশে যাতায়াত করতে পারবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables