Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৩ ১৪৩২, শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা করল ইসি

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০১:২৪, ২৯ আগস্ট ২০২৫

প্রিন্ট:

নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা করল ইসি

ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলো শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইসি। 

নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলোর কোনটি কবে নাগাদ শেষ করা হবে, তার একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ রয়েছে কর্মপরিকল্পনায়। এতে অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী আইন-বিধি সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসহ ২৪টি কাজের কথা বলা হয়েছে।

ইসির নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের দিকে যাওয়াটা সরকারের আগের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে এনসিপি। জামায়াতে ইসলামী এই রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক মনে করে।

আগামী রমজানের আগে (২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে) ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, এটি আগেই অন্তর্বর্তী সরকার ও ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল। সে লক্ষ্য সামনে রেখেই ইসি আনুষ্ঠানিকভাবে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করল। তবে নির্বাচনের তফসিল কবে, সে বিষয়ে কোনো তথ্য কর্মপরিকল্পনায় নেই।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables