Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১০ ১৪৩২, বুধবার ২৭ আগস্ট ২০২৫

বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০১:০০, ২৭ আগস্ট ২০২৫

প্রিন্ট:

বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৮টায় আগামীকাল বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘দেশের কল্যাণে তিন দফা দিয়েছি। কোনো ডিপ্লোমা বা কারওর বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন প্রকৌশল খাতে সংস্কারের জন্য। আপনারা সব সময় শুনে থাকেন দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে থাকে। কিন্তু সেই প্রকৌশলীরা করা। আমরা বলতে চাই, সামগ্রিকভাবে প্রকৌশল খাত সংস্কার হলে মেধাবীরা এখানে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে।’

দেশের সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্যবিরোধী লং মার্চের ঢাকামুখী অংশগ্রহণ করবে। আগামীকাল সকাল ১০টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, গত ৪০ বছরের এই যে বৈষম্য, এখানে শুধু প্রকৌশলীরা না, বিজ্ঞানের ছাত্ররা রয়েছে তারাও এরই মধ্যে একাত্মতা প্রকাশ করেছেন। সামনে সকল আন্দোলনে তারা প্রকৌশলীদের পাশে থাকবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables