
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান
মবের শিকার হয়েছেন দাবি করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘মৃত্যু ছুয়েছি একাত্তর সনে, মব আর মৃত্যুভয় আমার নেই।
দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী, এই মুহূর্তে বাসায় মবের শিকার।’
জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছে কিছু মানুষ। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।