Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

দুর্ঘটনায় পিএসটিইউ অধ্যাপক ড. তোফাজ্জল হোসেনের পা ভেঙ্গে গেছে :অপারেশন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:১৬, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩৬, ২৮ জুলাই ২০২৫

প্রিন্ট:

দুর্ঘটনায় পিএসটিইউ অধ্যাপক ড. তোফাজ্জল হোসেনের পা ভেঙ্গে গেছে :অপারেশন সম্পন্ন 

ছবি- সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( পিএসটিইউ) বরিশাল ক্যাম্পাসের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের  এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন রবিবার সকাল দশটার দিকে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র তীরের রোডে অটো বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান উরুর হাড় ভেঙ্গে গেছে। সোমবার ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ অপারেশন সম্পন্ন হয়েছে এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ তোফাজ্জল হোসেন গ্রামের বাড়িতে উদ্দেশ্যে ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র ব্রিজ মোড়ে যাবার পথে রবিবার   সকালে অটো বাইক দুর্ঘটনায় ডান পায়ের উরুতে ফ্র‍্যাকচার (Fracture at the neck of femur) হয়। শরীরের আর কোন অংশে কোন আঘাত পাননি।

দুর্ঘটনার পর চিকিৎসকের পরামর্শ  অনুযায়ী তাকে ঢাকার শ্যামলীতে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সোমবার বিকেলে দীর্ঘ সময় ধরে তার অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দীর্ঘ সময় বাসায় শয্যাশায়ী হয়ে থাকতে হবে। তিনি সুস্থতার জন্য সকলের নিকট দোয়া দোয়া চেয়েছেন। 

দিকে দুর্ঘটনার খবর শুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables