
ফাইল ছবি
ইউক্রেনের সঙ্গে চুক্তির বিষয়ে রাশিয়ার জন্য নির্ধারিত সময়সীমা কমালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে ইউক্রেনের সঙ্গে চুক্তিতে সম্মত হতে রাশিয়াকে ৫০ দিনের সময় দেন ট্রাম্প। তবে ওই সময়সীমা কমিয়ে এখন তিনি ১০-১২ দিন নির্ধারণ করেছেন। যা সোমবার থেকে শুরু হচ্ছে।
এ সময় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মিথ্যা বলছেন কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মিথ্যা শব্দটি ব্যবহার করতে চাইনা। তিনবার মনে হয়েছে যে, দুই পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছাবে। তবে এর মাঝেই কিয়েভে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এসব কী? এটা অনেকবার হয়েছে। যা কিনা আমার অপছন্দ।