Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত : এনডিটিভি’র প্রতিবেদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৫৪, ১৫ জুলাই ২০২৫

প্রিন্ট:

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত : এনডিটিভি’র প্রতিবেদন

ফাইল ছবি

ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে দেশটিতে ফাঁসির মুখে থাকা ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে— একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এনডিটিভি’র প্রতিবেদনে দাবি করা এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।এতে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বুধবার (১৬ জুলাই) কার্যকর হওয়ার কথা ছিল। আর ভারত সরকার সোমবার দাবি করে যে তারা এই মৃত্যুদণ্ড ঠেকাতে তার ‘সীমার মধ্যে’ সবকিছু করেছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত আগামীকালের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে বলে জানা গেছে। কিন্তু এর অর্থ এই নয় যে প্রিয়াকে মুক্তি দেয়া হবে অথবা ভারতে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন মতে, ভারতীয় ওই নার্স বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় আছেন, যেটি হুতি নিয়ন্ত্রিত এলাকা। তবে হুতিদের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সূত্রের মতে, ভারত সরকার এ বিষয়ে সম্ভাব্য সব সহায়তা দিয়ে আসছে, সাম্প্রতিক দিনগুলোতে নিমিশা প্রিয়ার পরিবারকে ভুক্তভোগীর পরিবারের সাথে পারস্পরিক সম্মতিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেয়ার জন্যও সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, সংবেদনশীলতা থাকা সত্ত্বেও, ভারতীয় কর্মকর্তারা স্থানীয় (ইয়েমেনের) কারা কর্তৃপক্ষ এবং প্রসিকিউটরের অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, যার ফলে এই স্থগিতাদেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables