 
									ফাইল ছবি
‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন বৃটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যানড্রু। একই সঙ্গে উইন্ডসরের রাজপ্রাসাদ রয়্যাল লজ ছেড়ে যেতে হচ্ছে তাকে। দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে টানা বিতর্ক ও সমালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যানড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। এর আগে এ মাসের শুরুতেই অ্যানড্রু ডিউক অব ইয়র্কসহ তার অন্য রাজকীয় উপাধিগুলো ত্যাগ করেন। কারণ তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আরও তীব্র হচ্ছিল।
এই মাসের শুরুতে প্রকাশিত এক আত্মজীবনীতে ভার্জিনিয়া জিউফ্রে পুনরায় অভিযোগ করেন যে, কিশোরী অবস্থায় তিনি তিন দফা প্রিন্স অ্যানড্রুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। অ্যানড্রু সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রতিক্রিয়া জানিয়ে জিউফ্রের পরিবার এক বিবৃতিতে বলেছে, সে তার সত্য ও সাহসিকতার মাধ্যমে একজন বৃটিশ রাজপুত্রকে পতন ঘটিয়েছে।
উল্লেখ্য, জিউফ্রে এ বছরের শুরুতে আত্মহত্যা করেন। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা চার্লস ‘আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, মর্যাদা ও সম্মান বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন।’
এছাড়া প্রাসাদ থেকে জানানো হয়েছে, রয়্যাল লজের লিজ স্যারেন্ডার করার আনুষ্ঠানিক নোটিশও দেয়া হয়েছে। অ্যানড্রুকে স্থানান্তর করা হবে স্যান্ড্রিংহাম এস্টেটে ব্যক্তিগত আবাসে, যা রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অ্যানড্রু এখনো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও, এসব শাস্তিমূলক পদক্ষেপ প্রয়োজনীয় বিবেচিত হয়েছে।’ প্রাসাদ ভুক্তভোগীদের প্রতি ‘যেকোনো ধরনের নির্যাতন ও অপব্যবহারের’ নিন্দা জানিয়েছে। অ্যানড্রুর দুই প্রাপ্তবয়স্ক কন্যা- ইউজেনি ও বিট্রিস, রাজকন্যার মর্যাদা বজায় রাখবেন। তবে অ্যানড্রু এখনো রাজসিংহাসনের উত্তরাধিকার ক্রমে অষ্টম স্থানে রয়েছেন।
এছাড়া জানা গেছে, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসনকেও রয়্যাল লজ ছেড়ে যেতে হবে এবং তিনি নিজের মতো করে থাকার ব্যবস্থা করবেন। এ মাসের শুরু পর্যন্ত তার নাম ছিল সারা, ডাচেস অব ইয়র্ক। কিন্তু অ্যানড্রু ডিউক অব ইয়র্ক উপাধি ত্যাগ করার পর সারা নিজের কুমারী কালের নাম ফার্গুসন-এ ফিরে যান। সরকারকেও প্রিন্স উপাধি বাতিলের সিদ্ধান্তে পরামর্শ করা হয়েছিল এবং তারা রাজপ্রাসাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।





 
											 
											 
											 
											 
											 
											 
											