ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি জিনপিং বলেছেন, “ট্রাম্পের সঙ্গে আবার সাক্ষাৎ করা আমার জন্য ‘অত্যন্ত আনন্দের’ বিষয়।”
শি বলেন, আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে। আপনার পুনর্নির্বাচনের পর থেকে আমরা তিনবার ফোনে কথা বলেছি, কয়েকটি চিঠি বিনিময় করেছি এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।
তিনি বলেন, ‘আমাদের জাতীয় পরিস্থিতি ভিন্ন হওয়ায় আমরা সবসময় একমত হতে পারি না—এটি স্বাভাবিক। বিশ্বের দুটি প্রধান অর্থনীতি হিসেবে আমাদের মধ্যে মাঝে মাঝে কিছু মতবিরোধ হওয়াও স্বাভাবিক।’
তিনি আরো বলেন, ‘আমাদের দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য দল নিজেদের প্রধান উদ্বেগগুলো সমাধানে মৌলিক ঐকমত্যে পৌঁছেছে এবং আশাব্যঞ্জক অগ্রগতি অর্জন করেছে।’
শি যোগ করেন, তিনি ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে এবং উভয় দেশের উন্নয়নের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।




