Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৩ ১৪৩২, বুধবার ২৯ অক্টোবর ২০২৫

রাত ১০টা থেকে যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ২৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

রাত ১০টা থেকে যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ফাইল ছবি

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য আজ বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে দেশের বিভিন্ন স্থানে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার রাত ১০টা থেকে শুক্রবার  রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিডিটেড, যাত্রামুড়া ও কাঁচপুর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও আশেপাশের এলাকাসহ শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ এলাকায়ও।আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables