Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩২, বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫

ল্যুভর জাদুঘরে চুরি: সন্দেহভাজন আরও পাঁচজন গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ৩০ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

ল্যুভর জাদুঘরে চুরি: সন্দেহভাজন আরও পাঁচজন গ্রেপ্তার

ফাইল ছবি

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে চুরির সঙ্গে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সরকারি কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন প্রধান সন্দেহভাজন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার সঙ্গে আংশিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

প্যারিসে বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটে ১৯ অক্টোবর সকালে। ওইদিন প্রায় ১০২ মিলিয়ন ডলার মূল্যের অলংকার চুরি হয় বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার ফরাসি রেডিও নেটওয়ার্ক আরটিএল-কে দেওয়া সাক্ষাৎকারে সরকারি কৌঁসুলি জানান, চুরি হওয়া রত্নগুলো এখনো উদ্ধার করা যায়নি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ডিএনএ-এর সঙ্গে গ্রেপ্তার একজনের নমুনার মিল পাওয়া গেছে। 

তদন্তের স্বার্থে ফরাসি কর্তৃপক্ষ এখনই গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করছে না। কর্তৃপক্ষের ধারণা, চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।

চুরি হওয়া রত্নগুলোর বর্ণনায় সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস জানায়, এর মধ্যে আছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা। এতে ছিল ২১২টি মুক্তা, ১ হাজার ৯৯৮টি হীরক এবং ৯৯২টি রোজ-কাট হীরা।

সম্রাজ্ঞী ইউজেনি বেল্ট বা কোমরবন্ধনী ব্যবহার করতেন। এটির কেন্দ্রে ছিল অলঙ্কৃত ফিতা। এতে ছিল ২,৪৩৮টি হীরা ও ১৯৬টি রোজ-কাট হীরা।

জাদুঘরে সম্রাজ্ঞীর কিছু হীরাখচিত ব্রোচের একটি ছিল ১৮৫৫ সালের। এটিকে ‘রেলিকুয়ারি ব্রোচ’ বলা হয়। চুরি হওয়া অন্য অলংকারের মধ্যে আছে উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে লুই বোনাপার্টের স্ত্রী রানি হরটেন্স এবং লুই ফিলিপ প্রথমের স্ত্রী রানি মেরি অ্যামেলির ব্যবহার করা কানের দুল। 

১৮১০ সালে দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় নেপোলিয়নের দেওয়া পান্নার গয়নার সেটে ছিল ৩২টি পান্না ও ১ হাজার ১৩৮টি হীরা। গয়নার সেটটি জাদুঘরে সংরক্ষিত হয় ২০০৪ সালে। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে উপলক্ষে নেপোলিয়ন দুটি বিলাসবহুল গয়নার সেট তৈরি করতে বলেছিলেন। আরেকটি ছিল ওপাল ও হীরা দিয়ে তৈরি। এই সেটের মধ্যে পান্না ও হীরার এক জোড়া কানের দুল নিয়ে গেছে চোরেরা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables