Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২ ১৪৩২, মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫

ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাধাকৃষ্ণন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৮ আগস্ট ২০২৫

প্রিন্ট:

ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাধাকৃষ্ণন

ফাইল ছবি

সবকিছু ঠিক থাকলে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। পুরো নাম চন্দ্রাপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন সংক্ষেপে সিপি রাধাকৃষ্ণন। বিজেপি নেতা, মহারাষ্ট্রের রাজ্যপাল, আরএসএসের স্বয়ংসেবক, লোকসভায় দু’বার তামিলনাড়ু থেকে জিতে আসা রাধাকৃষ্ণনকেই উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন জোট এনডিএ।

সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর নেতা। এই প্রদেশ থেকে দুইজন এর আগে উপরাষ্ট্রপতি হয়েছেন। তারা হলেন প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং আর বেঙ্কটরামন। তারা দুজনেই পরে রাষ্ট্রপতি হয়েছিলেন। নির্বাচিত হলে সিপি রাধাকৃষ্ণন হবেন তামিলানাড়ু থেকে তৃতীয় উপরাষ্ট্রপতি।

রাধাকৃষ্ণনের জন্ম তিরুপ্পুরে, তিনি কোয়েম্বাটোরের চিদাম্বরম কলেজ থেকে বিবিএ ডিগ্রি পান। তিনি আরএসএস স্বয়ংসেবক ছিলেন। ১৯৭৪ সালে তিনি ভারতীয় জনসংঘের রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত তিনি রাজ্য বিজেপি-র সভাপতি ছিলেন। সেসময় তিনি ৯৩ দিন ধরে তামিলনাড়ুতে ১৯ হাজার কিলোমিটার রথযাত্রা করেন।

১৯৯৮ সালে তিনি প্রথমবার কোয়েম্বাটোর থেকে লোকসভা নির্বাচনে জেতেন। সেবার এআইএডিএমকের সঙ্গে বিজেপির জোট ছিল। ১৯৯৯ সালে তিনি আবার একই কেন্দ্র থেকে জিতে আসেন। ২০২৩ সালে তাকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়। ২০২৪ সালে তাকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়।

রাধাকৃষ্ণনের জয় নিয়ে সেরকম কোনো সংশয় নেই। এনডিএ-র দলগুলি তার নামে সম্মতি দিয়েছে। লোকসভা ও রাজ্যসভায় এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে তার জেতা নিয়ে কোনো সংশয় নেই। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables