Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে : ফারুক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ১৬ জুলাই ২০২৫

প্রিন্ট:

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে : ফারুক

ছবি- সংগৃহীত

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথা শোনেন, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বুধবার প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন, তা হবে না।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়ার পরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জানিয়ে তিনি বলেন, এত পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কিছু উগ্রবাদী দলেরও।