Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ১৬ জুলাই ২০২৫

প্রিন্ট:

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সমর্থকদের হামলার পর সংঘর্ষ চলছে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

গোপালগঞ্জে চার প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

আজ বুধবার বিকেলে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এরপর থেকে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ চলছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।