Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫

৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে পিএসসির বিশেষ নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ১৬ জুলাই ২০২৫

প্রিন্ট:

৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে পিএসসির বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।বিশেষ এই বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে বুধবার পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

এতে বলা হয়, সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদেরকে শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টায় হলের মূল গেইট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
 
পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যেতে হবে পরীক্ষার্থীদের।সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দিয়েছে পিএসসি।

প্রসঙ্গত, পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
 
৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
 
এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables