Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩ ১৪৩২, শনিবার ১৯ জুলাই ২০২৫

হর্ষ বর্ধন শ্রিংলাকে অভিনন্দন জানালেন মোদি : করলেন প্রশংসাও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ১৮ জুলাই ২০২৫

প্রিন্ট:

হর্ষ বর্ধন শ্রিংলাকে অভিনন্দন জানালেন মোদি : করলেন প্রশংসাও

ফাইল ছবি

ভারতে মন্ত্রিপরিষদের সুপারিশে রাজ্যসভায় ডাক পড়ার পর প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি শ্রিংলার দক্ষতার প্রশংসা বলেছেন, তার অভিজ্ঞতা সংসদীয় কার্যক্রমকে সমৃদ্ধ করবে।

গত রোববার  সকালে ভারতের প্রেসিডেন্ট ভবন থেকে জানানো হয়, দ্রৌপদী মুর্মু দেশের চার জন বিশিষ্ট নাগরিককে রাজ‍্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন। হর্ষ বর্ধন শ্রিংলা ছাড়াও তালিকায় আছেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরালের সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।

এক্স-পোস্টে মোদি ভারতের পররাষ্ট্রনীতি গঠনে প্রাক্তন কূটনীতিক শ্রিংলার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভারতের জি-২০ সভাপতিত্বে তার অবদানের প্রশংসা করেন।

তিলি বলেন, 'হর্ষ বর্ধন শ্রিংলা একজন কূটনীতিক, বুদ্ধিজীবী এবং কৌশলগত চিন্তাবিদ হিসেবে অসাধারণ দক্ষতা অর্জন করেছেন। বছরের পর বছর ধরে তিনি ভারতের বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং আমাদের জি-২০ সভাপতিত্বেও অবদান রেখেছেন। প্রেসিডেন্ট তাকে রাজ্যসভায় মনোনীত করেছেন বলে আমি আনন্দিত। তার অনন্য দৃষ্টিভঙ্গি সংসদীয় কার্যক্রমকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে।'