Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৭ ১৪৩২, শনিবার ২৩ আগস্ট ২০২৫

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ : জানা যায়নি পরিচয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২৩ আগস্ট ২০২৫

প্রিন্ট:

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ : জানা যায়নি পরিচয়

ছবি: সংগৃহীত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সাগর থেকে তীরে ভেসে আসতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, অনেক জেলে নিখোঁজ বলে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। অর্ধগলিত মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables