Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৭ ১৪৩২, শনিবার ২৩ আগস্ট ২০২৫

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন :একই পরিবারের ৩ জন দগ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২২ আগস্ট ২০২৫

প্রিন্ট:

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন :একই পরিবারের ৩ জন দগ্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি বাসায় লাগা আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

স্বজনরা জানান, বাসাটির দ্বিতীয় তলায় থাকে পরিবারটি। পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। মাঝ রাতে ট্রান্সফরমারে একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন পরিবারটির ৩ সদস্য। ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৯০ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এছাড়া তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। ৩ জনের অবস্থায়ই গুরুতর। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables