Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩২, শনিবার ২৬ জুলাই ২০২৫

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত রিমান্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ২৩ জুলাই ২০২৫

প্রিন্ট:

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত রিমান্ডে

ফাইল ছবি

এননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন।

এর আগে গত ১০ জুলাই রাতে ধানমন্ডি থেকে ডিবি পুলিশ অধ্যাপক বারকাতকে গ্রেপ্তার করে। পরদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে, এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে জনতা ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি ৩৮ লাখ টাকা ঋণ পাইয়ে দিয়ে তা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক আবুল বারকাতসহ মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় অভিযোগ রয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মানিলন্ডারিং, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন।

এ মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, জনতা ব্যাংকের সাবেক এমডি আব্দুছ ছালাম আজাদ, সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এননটেক্স সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা।

অধ্যাপক আবুল বারকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables