Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩২, মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বারিধারার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে নেক্সাস ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় অবৈধ সিসা বার চালানো হচ্ছিল। সেলিম প্রধান ওই রেস্তোরাঁর মালিক বলে জানা গেছে।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables