Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৭ ১৪৩২, শনিবার ২৩ আগস্ট ২০২৫

মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৮, ২২ আগস্ট ২০২৫

প্রিন্ট:

মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

দৈনিক আজকের পত্রিকা’র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে (আজকের পত্রিকা অফিস, বনশ্রী) যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন এবং এরপর আর ফেরেননি। সেসময় তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। সিসিটিভি ফুটেজে দেখাগেছে,  বাড়ি থেকে বের হয়ে তিনি রাজধানীর মালিবাগের ফরচুন মার্কেটের সামনে থেকে একটি বাইকে ওঠেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

তাকে বিভিন্ন স্থানে খুঁজেও না পেয়ে বৃহস্পতিবার রাতে বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়- সবশেষ বৃহস্পতিবার সকাল ১০টায় অফিসে যাওয়ার সময় বাবা বিভুরঞ্জন সরকারকে বাবাকে বাসা থেকে বের হতে দেখেছিলেন ঋত। বাসা থেকে বের হওয়ার সময় নিজের ব্যবহৃত মুঠোফোনটি বাসায় রেখে যান বিভুরঞ্জন। রাত ৯টার ভেতর তিনি বাসায় না ফিরলে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে ছেলে জানতে পারেন যে তিনি (বিভুরঞ্জন সরকার) অফিসে যাননি। গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটি নিয়েছেন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে বাসা থেকে বের হওয়ার আগে সকাল ৯টায়  তিনি একটি অনলাইন সংবাদপত্র অফিস বরাবর ই-মেইল করেন। ওই ফুটনোটে তিনি লেখেন, ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’ ‘আমি বিভুরঞ্জন সরকার, ‘আজকের পত্রিকা’র সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণআন্দোলন এবং রাজনৈতিক উত্থান-পতন প্রত্যক্ষ করেছি। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। কিন্তু আজ, যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয়।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables