Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১২ ১৪৩২, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬

মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ২৬ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান

ফাইল ছবি

প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

পোস্টে তারেক রহমান লেখেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজের মাধ্যমে তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। তার সাংবাদিকতা ছিল সৎ, মানবিক এবং সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় নিহিত।

তিনি আরও লেখেন, একটি জাতি হিসেবে বাংলাদেশের গঠনলগ্নে এবং সংকটকালীন সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা বাংলাদেশ সব সময় স্মরণে রাখবে। তার এই অবদানের জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

সবশেষে, তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং বিবিসি-তে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ ছাড়া তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারেক রহমান।

Walton
Walton