
ফাইল ছবি
ইউক্রেনে গত কয়েক সপ্তাহের মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পুতিনের দেশ এ হামলায় ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়া অঞ্চলে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘এসব হামলা প্রমাণ করছে যুদ্ধ শেষ করা এখন কতটা জরুরি।’এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে বসানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেছেন, ‘আলোচনার স্থান হিসেবে সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার মতো নিরপেক্ষ দেশ গ্রহণযোগ্য।’যোগ করেছেন যে তিনি ইস্তাম্বুলেরও বিরুদ্ধে নন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে “যে কোনো ফরম্যাটে” বৈঠকে বসতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে বলেন, বুদাপেস্টে আলোচনা আয়োজন এখন সহজ নয়।ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার পর এবং সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করার পর সরাসরি আলোচনার সম্ভাবনা সামনে আসে।
প্রথমে ট্রাম্প প্রস্তাব দেন যে, আলোচনায় তিনি নিজে, পুতিন ও জেলেনস্কি থাকবেন। তবে পরে মত পাল্টে বলেন, ‘আমার মনে হয়, ওদের (জেলেনস্কি ও পুতিন) একাই বৈঠক করা ভালো হবে... প্রয়োজন হলে আমি যাব।’
এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া বৃহস্পতিবার ভোরে ৬১৮টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৫৭৭টি আটকানো হয়েছে। এটি জুলাইয়ের পর সবচেয়ে বড় আক্রমণ।
সাধারণত রাশিয়ার হামলা পূর্বাঞ্চলে বেশি হয়, তবে সর্বশেষ হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও আঘাত হেনেছে।