Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৫ ১৪৩২, শুক্রবার ২২ আগস্ট ২০২৫

নির্বাচন নিয়ে শর্ত জনগণের উদ্বেগের কারণ: তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২১ আগস্ট ২০২৫

প্রিন্ট:

নির্বাচন নিয়ে শর্ত জনগণের উদ্বেগের কারণ: তারেক রহমান

ফাইল ছবি

নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল, গোষ্ঠী ও বক্তার বক্তব্য ও শর্ত জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই নানা বক্তব্য ও শর্ত জনগণকে বিভ্রান্ত করছে।আওয়ামী লীগ গত ১৫ বছরে বিএনপিকে রুখে দেয়ার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যেও বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে।

সতর্ক করে তিনি বলেন, ‘যারা নতুন নতুন শর্ত দিচ্ছেন, তাদের বলব রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিনিধিত্বমূলক (PR) ভোট পদ্ধতি উপযুক্ত নয়।

তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং ফ্যাসিবাদ-স্বৈরাচার পুনর্বাসনের পথ সুগম করছে।

এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের যেন দলীয় স্বার্থে ব্যবহার না করা হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগই ধর্মীয় কারণে নয়; বরং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বা অবৈধ লাভের আশায় সংঘটিত হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables