Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৫ ১৪৩২, শুক্রবার ২২ আগস্ট ২০২৫

শেরপুরে একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ২১ আগস্ট ২০২৫

প্রিন্ট:

শেরপুরে একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ সদস্য পদত্যাগ করেছেন। বুধবার পদত্যাগ করা নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পদত্যাগকারীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়ক ও ১০ জন সদস্য রয়েছেন।

তারা হলেন– যুগ্ম সমন্বয়ক মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। সদস্যরা হলেন– দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

পদত্যাগকারীদের দাবি, জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির একজন ‘অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য’ ব্যক্তি। এ অবস্থায় আত্মবিশ্লেষণের পর তারা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, নকলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রধান সমন্বয়কারীকে নিয়ে নানা অভিযোগ আছে। এ ছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই এ কমিটি থেকে আমরা ১৫ জন পদত্যাগ করেছি। এসব পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেন, পদত্যাগের বিষয়টি ফেসবুকে দেখেছি। এ নিয়ে বিভাগীয় কমিটির সঙ্গেও কথা হয়েছে। আমরা জেলা কমিটি এ বিষয়ে বসব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables