
ফাইল ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।নতুন সদস্যরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এই পদে নিয়োগ দিয়েছেন।সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে কমিশনের সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিন সদস্য শপথ নিয়ে যোগ দিলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ জনে।