Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৭ ১৪৩২, শনিবার ২৩ আগস্ট ২০২৫

৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ২২ আগস্ট ২০২৫

প্রিন্ট:

৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ চিলি।দেশটির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণ ড্রেক প্যাসেজে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। জরিপ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৬ মিনিটে ৬ দশমিক ৭ মাইল (১০ দশমিক ৮ কিলোমিটার) গভীরতায় এই ভূমিকম্প আঘাত হানে। 

তবে ভূমিকম্প থেকে সুনামির কোনো হুমকি নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ভূমিকম্পের কেন্দ্র আর্জেন্টিনার উশুয়া শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। উশুয়া শহরে প্রায় ৫৭ হাজার মানুষ বসবাস করে। ভূমিকম্পের কারণে চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। তাদের বুলেটিনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ফ্রেই বেস থেকে প্রায় ২৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল। যদিও স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables