
ফাইল ছবি
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা প্রধানকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশান। গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুজসহ তিনজনে বরখাস্ত করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তাকে কী কারণে বরখাস্ত করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনা এমন এক ঘটনার পর ঘটেছে যেখানে পেন্টাগনের গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছিল। পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছিল, গত ২২ জুন মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে।
এই মূল্যায়ন ট্রাম্পের করা দাবির বিপরীত ছিল। কারণ ট্রাম্প বলেছিলেন, ওই হামলার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে।
কিন্তু পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন ফাঁস হয়ে সংবাদ আকারে প্রকাশ হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প। তাদের মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে নিন্দা জানায় হোয়াইট হাউস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা চানান, ক্রুজের পাশাপাশি মার্কিন নৌবাহিনী রিজার্ভ প্রধান ও নেভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধানকেও বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।