Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি : ফের বিক্ষোভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি : ফের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নেপালে তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে।মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। 

নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি’র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।

কাঠমান্ডুর বালুওয়াতারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল। সুদান গুরুং সতর্ক করেছিলেন যে, যদি তাদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তাহলে তারা ‘সবাইকে ছুড়ে ফেলবে’। 

তিনি দাবি করেন, বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে জেন-জি। তাই কেউ তাদের থামাতে পারবে না।গুরুং বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।’

আরিয়ালের কথা উল্লেখ করে সুদান গুরুং আরও বলেন, ‘ওম প্রকাশ আরিয়াল, আইনজীবী, তিনি ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!’
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables