Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়ল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়ল

ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এ কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা এবং জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়ে ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে সরকার। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এ কমিশনের মেয়াদ ঠিক করা হয় ছয় মাস, ১৫ আগস্ট পর্যন্ত। এরপর ১২ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও একমাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে অনুয়ায়ী সোমবার ছিল কমিশনের শেষ দিন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables