Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে মাদক নিয়ে দ্বন্দ্বে দুই যুবক গুলিবিদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

রাজধানীতে মাদক নিয়ে দ্বন্দ্বে দুই যুবক গুলিবিদ্ধ

ফাইল ছবি

রাজধানীর শাজাহানপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে বিশাল (২৬) ও রবিন (২৬) নামে দুই যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

 
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, রাতে পুলিশের কাছে খবর আসে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকায় দুই যুবককে গুলি করা হয়েছে। আহত রবিন পেশাদার ছিনতাইকারী। তার বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। তার নামে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আর বিশাল লেগুনচালক। তার বাসা সবুজবাগ মাদারটেক এলাকায়।
 
এসআই মহসিন আরও জানান, মাদক নিয়ে শান্ত নামে আরেক যুবকের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। আগে একবার শান্তকে তারা কুপিয়ে আহত করেছিল। রাতে শান্তর সঙ্গে আবার কথা কাটাকাটি হলে একপর্যায়ে তাদের দুজনকে গুলি করে পালিয়ে যায় তারা। এতে বিশালের পেটের ডানপাশে ও রবিনের পেটের বামপাশে গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables